রোজ রাত্রে সদানন্দবাবু ব্যাটম্যান হয়ে ওঠেন৷ আজ সাত বছর ধরে হয়ে আসছেন৷ অবশ্য তাঁর এই ডুয়েল আইডেন্টিটির ব্যাপারটা তাঁর স্ত্রী ও জানেন না৷ সুপারহিরোদের এমনটাই দস্তুর কিনা৷ রোজ যে সমস্ত অন্যায়, দুর্নীতি বা অপরাধের ঘটনা তাঁর গোচরে আসে ব্যাটম্যান হয়ে চেষ্টা করেন তা নিবারন করতে৷ এভাবে সাত বছরে অনেক সমস্যার সমাধানেই তাঁর হাত আছে৷
আজও রাত দেড়টা বাজতেই পকেট থেকে তাঁর অস্ত্রটা বার করলেন সদানন্দবাবু৷ আর কিছুক্ষনের মধ্যেই তাঁর সাড়ে চার হাজার ফ্রেন্ড ও আঠারো লক্ষ ফলোয়ার্স এর ফেসবুকে নোটিফিকেশন চলে গেল 'ব্যাটম্যান ইজ সিকিং জাসটিস্ ফর দ্য পার্ক স্ট্রীট রেপ ভিকটিম উইথ সিক্সটি নাইন আদার্স'৷
ফোনটাকে এইসময় ব্যাটমোবিলের চেয়ে কোনো অংশে কম মনে হয় না তাঁর৷
আজও রাত দেড়টা বাজতেই পকেট থেকে তাঁর অস্ত্রটা বার করলেন সদানন্দবাবু৷ আর কিছুক্ষনের মধ্যেই তাঁর সাড়ে চার হাজার ফ্রেন্ড ও আঠারো লক্ষ ফলোয়ার্স এর ফেসবুকে নোটিফিকেশন চলে গেল 'ব্যাটম্যান ইজ সিকিং জাসটিস্ ফর দ্য পার্ক স্ট্রীট রেপ ভিকটিম উইথ সিক্সটি নাইন আদার্স'৷
ফোনটাকে এইসময় ব্যাটমোবিলের চেয়ে কোনো অংশে কম মনে হয় না তাঁর৷
No comments:
Post a Comment